দুটি কোচের মধ্যে কাপলিং খুলে যাওয়ায় রেক থেকে আটটি কোচ হল আলাদা, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা
পাণ্ডবেশ্বর রেল সাইডিং সিএইচপি থেকে রেকের কয়লা লোড করে একটা মালগাড়ি অন্ডাল স্টেশনেড় উদ্দেশ্যে রওনা দেয় । অন্ডালের সিদুলি স্টেশনের কাছে হটাৎ দুটি কোচের মধ্যে কাপলিং খুলে যাওয়ায় র্যাক থেকে আটটি কোচ আলাদা হয়ে যায় । এই ঘটনায় আধ ঘণ্টা বন্ধ থাকে পণ্যবাহী ট্রেন।
রেলের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাপলিং সংযোগের পর কয়লা বোঝাই ৱ্যাকটি গন্তব্যের দিকে পাঠানো হয়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, যাত্রীবাহী ট্রেন চলাচলে এর তেমন কোনো প্রভাব পড়েনি।তবে প্রশ্ন উঠছে মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবেই কি এমন ঘটনা ? যদিও এই ঘটনা তেমন কোনো ভয়াবহ আকার নেয়নি, তবে বড়সড় দুর্ঘটনা ঘটে যে পারতো যেকোনো সময়।