মঙ্গলবার থেকে জেলা শহর মেদিনীপুরে মহাসমারোহে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে সূচনা হয়ে গেল
আয়ুষ মেলা – ২০২৩ ।এদিন সকালে রীতিমত বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সুসজ্জিত ট্যাবলো করে এলাকা পরিক্রমা করে এই মেলার শুভ সূচনা হল।
জানানো হয়েছে প্রদ্যুৎ স্মৃতিসদনে ২১শে ডিসেম্বর অবধি চলবে এই মেলা।
মেলাকে ঘিরে প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প,হেলথ চেকআপ এন সি ডি, থ্যালাসেমিয়া স্ক্রিনিং এন্ড সেমিনার এর আয়োজন করা হবে। এলাকার মানুষজন সহ শহরবাসী এই স্বাস্থ্য শিবিরের পরিষেবা গুলি পাবেন।এই মেলাকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিন উৎসবের মেজাজ চলবে বলে জানা গিয়েছে।
এদিন এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গেরা ।