কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন এ গ্রুপ ও বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এর নাম ঘোষনা করা হল। পঞ্চম ডিভিশন গ্রুপ এ চ্যাম্পিয়ন আরিয়াদহ স্পোটিং ক্লাব ও রানার্স বেনীয়াপুকুর ইউনাইটেড ক্লাব। এ ছাড়া দুটি গ্রুপ থেকে আরও ছয়টি দল এই ডিভিশন থেকে উন্নীত হয়ে আগামী বছর চতুর্থ ডিভিশনের খেলবে। এই দল গুলি হল পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার, নিবেদিতা ক্লাব, বরাহনগর শিবশঙ্কর স্পোর্টিং ক্লাব, অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, রাখী সংঘ, কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস। পঞ্চম ডিভিশন বি গ্রূপে চ্যাম্পিয়ন বেলেঘাটা বালকবৃন্দ ও রানার্স হেস্টিংস ফুটবল ক্লাব। এই বৈঠকে কমিটির সদস্য ছাড়াও আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।