অগ্রহায়ণ সংক্রান্তি । ব্যাস্ত গ্রামীণ জীবন ,।সরুচাকলি পরব গ্রামীণ জীবনে পীঠে পরবের সেমিফাইনাল পেটুক বাঙালির । আগে বিয়ের মরসুম শেষ আপাতত একমাসের জন্য । দুর্গাপুর এবার মেতে উঠবে ক্রিসমাসের পিকনিকে । সব্জির বাজার আগুন । বেড়ে গিয়েছে মুরগির মাংসের দাম । একলাফে মধ্যবিত্তের মনে কষ্ট বাড়িয়ে দিয়ে ব্রয়লার মুরগীর দাম বেড়ে গিয়েছে বেশ অনেকটাই । শীতের ঠাণ্ডার আমেজ বেড়েছে । বেড়েছে খেজুর গুড়ের মিষ্টির স্বাদ ।চিনি দিয়ে তৈরি খেজুর গুড় কিনে বারি ফিরছে দুর্গাপুর ভিন জেলা থেকে এসে ভেজাল খাইয়ে মুনাফা লুটে চলে যাচ্ছে শিউলিরা । আরই মাঝে ক্রীড়াপ্রেমী দুর্গাপুর আজ রবিবাসরীয় সকালে রোদে পিঠ সেঁকতে সেঁকতে ওয়ান ফোর্থ ম্যারাথনের স্বাদ নিল চুটিয়ে । রবিবার সকালে দ্বিতীয় বর্ষ জয় বালাজি গ্রুপের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুর্গাপুরে। দুর্গাপুরের গান্ধী মোর ময়দান থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুভ সূচনা হল। কর্তৃপক্ষ জানান এ বছর প্রায় চার হাজার প্রতিযোগী ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। সর্বসাধারণের জন্য 10 কিলোমিটার, দুর্গাপুরবাসীর জন্য ৫ কিলোমিটার, শিশুদের জন্য ২ কিলোমিটার । এছাড়াও শাড়ি পরেও মহিলারা অংশগ্রহণ করে ,এই অভিনব ম্যারাথনে ২ কিলোমিটার পর্যন্ত। আনুমানিক ৫ লক্ষ টাকার পুরস্কারের প্রদানের ঘোষণাও করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। এই ম্যারাথনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে টলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট কুমার গৌতম এছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি কারখানার বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রত্যেকের অংশগ্রহণকারীর জন্য টি–শার্টের ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। তারা আশাবাদী প্রথম বছরের মতো দ্বিতীয় বছরও এই ম্যারাথন প্রতিযোগিতা শহরের বুকে যথেষ্ট সফলতা অর্জন করেছে।