খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হয়ে গেল দুয়ারে সরকার। খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের লায়ন্স ক্লাবের সহযোগিতায় খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের জোয়ারে সরকার অনুষ্ঠিত করা হয় সোমবার। দুয়ারে সরকারে দেখা গেল প্রচুর সাধারণ মানুষের সমাগম। এই দুয়ারে সরকার অনুষ্ঠানে স্বাস্থ্য সাথী, খাদ্য শ্রী, বিধবা পেনশন হেলথ চেকআপ কিষাণ বীমা সহ মোট ৩০ টি প্রকল্পের আয়োজন করা হয়েছিল।
এই এই দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ব্লকের বিডিও দেবজিৎ দত্ত, খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর, উপপ্রধান গণেশ বাধ্যকর সহ তৃণমূল নেতা নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।