রবিবাসরীয় সকালে শীতের আমেজ গায়ে মেখে শিল্পাঞ্চলে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়। বেসরকারি সংস্থা জয় বালাজি গ্রুপের উদ্যোদে আয়োজিত হয়েছিল এই ম্যারাথন প্রতিযোগিতা। এই নিয়ে দ্বিতীয় বছর আয়োজিত হল এই ম্যারাথন দৌড়। উদ্যোক্তাদের দাবি এবারের ম্যারাথনে অংশগ্রহন করেছিল প্রায় চার হাজার প্রতিযোগী। চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বসাধারণের জন্য ১০ কিলোমিটার, দুর্গাপুরবাসীর জন্য ৫ কিলোমিটার, শিশুদের জন্য ২ কিলোমিটারের দৌড়ের ব্যবস্থা ছিল। এছাড়াও এদিনের ম্যারাথনের অন্যতম আকর্ষণ ছিল শাড়ি পড়ে মহিলাদের দৌড়ে অংশগ্রহন। শাড়ি পড়িহিত মহিলাদের জন্য ছিল ২ কিলোমিটার পর্যন্ত ম্যারাথন দৌড়ের ব্যবস্থা। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য টি-শার্টের ব্যবস্থা করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। এছাড়াও প্রতিযোগিতায় জয়ী প্রতিযোগীদের জন্য ঘোষণা করা হয় প্রায় ৫ লক্ষ টাকার পুরস্কার।
এদিনের এই বিশেষ ম্যারথন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট কুমার গৌতম। এছাড়া উপস্থিত ছিলেন উদ্যোক্তা বেসরকারি কারখানার বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা।
প্রথম বছরের মতো এবছরও এই ম্যারাথন প্রতিযোগিতা ঘিরে শহরবাসীর মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মতো।