দুর্গাপুর ডিএভি মডেলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


শনিবার ছিল দুর্গাপুর ডিএভি মডেল স্কুলে আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “ওজস্” এর দ্বিতীয় তথা শেষ দিন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ নরেশচন্দ্র মুর্মূ (ডিরেক্টর, CSIR Central Mechanical Engineering Research Institute, Durgapur),ড: মহানন্দা কাঞ্জিলাল (Principal, Durgapur Women’s College, Durgapur)। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএভি এল এম সি ম্যানেজার এন কে মোহান্তা, ডিএভি এল এম সি সদস্যগণ ও স্থানীয় বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ও ডিএভি পশ্চিমবঙ্গ শাখার বিভিন্ন প্রিন্সিপাল গণ।

এদিন আমন্ত্রিত অতিথিদের তিলক পরিয়ে চারা গাছ প্রদান করে বরণ করে নেওয়া হয়। তারপর গায়ত্রী মন্ত্র সহযোগে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিগণ। এরপর স্কুল কয়্যার গ্রুপের উদ্বোধনী সংগীতের মাধ্যমে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এবং শুরু হয় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নাটক ” বোধি” বা চেতনা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উদ্বোধনী গান, নাচ, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, ইত্যাদি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিবেশন করে এবং দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে নেয়।

অন্যদিকে এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা পশ্চিমবঙ্গ ডি এ ভি সংস্থার আঞ্চলিক নির্দেশিকা পাপিয়া মুখার্জি অতিথিদের স্বাগত জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও স্কুলের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্কুলের ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যাবলির ক্ষেত্রে সফলতার উল্লেখ করে তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মান উন্নয়নের চেষ্টা করতে হবে যাতে ছাত্রছাত্রীরা কখনোই পড়াশুনাতে তাদের উৎসাহ হারিয়ে না ফেলে। তাদের প্রতিভা বিকশিত করার আদর্শ স্থান বিদ্যালয়। তাই,ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে তিনি সকলকেই সহযোগিতা করতে হবে।” এরপাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি গণ তাঁদের ভাষণে বলেন, “শিক্ষার্থীদের পরিবেশনা, তাদের শৃঙ্খলা বোধ প্রশংসার দাবি রাখে।” তাঁরা আরো বলেন, “শিক্ষার্থীদের ওপর অভিভাবক গণ যেন তাঁদের মতামত চাপিয়ে না দেন। শিক্ষার্থীদের সহজাত প্রতিভা যেন পূর্ণতা পায়।”

এরপর এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিভিন্ন ক্ষেত্রে সফল শিক্ষার্থীদের হাতে সাফল্যের জন্য পুরস্কার ও শংসাপত্র তুলে দেন । সবশেষে জাতীয় সংগীত গেয়ে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *