দোমড়া প্রাথমিক স্কুলে বিদ্যাসাগর ও নেতাজী সুভাষের আবক্ষমুর্তী উদ্বোধন হল। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কাঁকসার দোমরা প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।
পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে পড়ুয়াদের খেলাধুলা করার জন্য একটি পার্কের উদ্বোধন করেন জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দেবব্রত পাল সহ কাঁকসা ব্লকের স্কুল পরিদর্শক সহ দোমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও এলাকার বিশিষ্ট জনেরা।