আবারো ধর্ষণের ঘটনার অভিযোগে চাঞ্চল্য ছড়ানোর শহর শিল্পাঞ্চল দূর্গাপুরে। মুক ও বধির একপরিচারিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেপ্তার ২ অভিযুক্ত। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।
উল্লেখ্য রবিবার বিকেলে দুর্গাপুরের এবিএলের জঙ্গলে এক মুক ও বধির যুবতীকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। জানা যায় দুর্গাপুরের সগর ভাঙ্গার বাসিন্দা ওই প্রতিবন্ধী যুবতী পরিচারিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে তাকে জোর করে তুলে নিয়ে যায় দুই অভিযুক্ত ব্যক্তি। নির্যাতিতার বাড়ির লোক তাকে রক্তাক্ত অবস্থায় এবিএল জঙ্গল থেকে উদ্ধার করে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে ওই হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন রয়েছে।
এর আগে দুর্গাপুরের বিধাননগরে এক নামী বেসরকাএই হাসপাতালের নার্স্কে জঙ্গলের টেনে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে । পুলিশ সেওক্ষেত্রেও গ্রেফতার করে । এর আগে এক পরিচারিকাকে এ বি এল জনগলেই টেনে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে । পুলিশ সেক্ষেত্রেও গ্রেফতার করে অভিযুক্তকে ।