আবর্জনা শাফাইয়ের জন্য এবার থেকে কর নেবে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভা। পুরো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা সামনে আসার পরেই বেঁধেছে বিতর্ক আপত্তি জানিয়েছে বিরোধী দল থেকে পৌরবাসী ও ব্যবসায়ীরা। পৌরসভা সূত্রে জানা যায় মোট ২৪ টি ক্ষেত্রে আবর্জনা শাফায়ের কর নেবে পুরসভা । প্রতিক্ষেত্রে নির্দিষ্ট মাপ বা আয়তনের হিসেবে কর ধার্য করা হয়েছে যেমন ১০০ স্কয়ার ফুটের নন এসি বিউটি পার্লারের জন্য কর রয়েছে সর্বনিম্ন কুড়ি টাকা সেরকমই আবার সর্বোচ্চ ৬০০০০ টাকা কর রয়েছে সেভেন স্টার হোটেলের জন্য। অতিথি শালা, হোটেল ,রেস্তোরাঁ, বড় মাপের হোটেল, বেসরকারি নার্সিংহোম এর ক্ষেত্রে কর ধার্য করা হয়েছে এছাড়াও মোটরবাইক গাড়ির গ্যারেজ, আসবাবপত্র, গয়নার দোকান, খাবারের দোকান, মিষ্টির দোকান, পোশাকের দোকান,সিনেমা হল, ওষুধ দোকান, মদের দোকান, পেট্রোল পাম্প,শপিংমল সব ক্ষেত্রেই মাসিক কর ধার্য করা হয়েছে। পুরপ্রধান তরণী বাউরী জানান এখনো কর নেওয়া আরম্ভ হয়নি আমরা সুডাকে অনুরোধ করেছি কর যেন কম করা হয়।