ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে শহর দুর্গাপুরে যে কয়েকটি ক্লাব সারা বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তার মধ্যে অন্যতম এমএএমসি – র এরিয়ান ক্লাব। শুক্রবার নিজেদেরই মাঠে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে তারা। যে ম্যাচে প্রতিদ্বন্দিতা করে কলকাতার ইষ্টবেঙ্গল ক্লাব ও দুর্গাপুর ইলেভেন একাদশ। এদিন দুপক্ষই সমানে সমানে লড়ে যায়, যার ফলস্বরূপ এদিন ম্যাচটি গোলশুন্য অবস্থায় শেষ হয়। এদিনের প্রদর্শনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী, ছিলেন অতীতের দিকপাল ফুটবলার সমরেশ চৌধুরী, গৌতম সরকার, বিকাশ পাঁজি, সুমিত মুখার্জী প্রমুখ। ক্লাবের সভাপতি বিকাশ মুখার্জী জানান আগামী দিনে এরকম ম্যাচ তারা আরও আয়োজন করবেন ও বিদেশ থেকেও টিম আনার চেষ্টা করবেন।