অগ্রহায়নের শ্মশানকালী পূজা


অগ্রহায়ন মাসের কালীপুজো

আমরা জানি কার্তিক মাসের অমাবস্যায় দীপান্বিতা কালীপুজো , উৎসব বা দেওয়ালি উৎসবও মানানো হয়। কিন্তু কালী পুজো শুধু কার্তিক মাস নয় সারা বছরই কালীপূজা হয়। তবে অঘ্রাণ মাসের কালীপুজোর এক বিশেষ গুরুত্ব আছে। অগ্রহায়ণ মাসের কালী পূজা অর্থাৎ শ্মশান কালী পূজা। রায়চৌধুরী বংশের পুজো এড়োয়ালীতে এক বিশেষ রীতি নিয়ে পূজা চালু হয়েছিল। ৬ আনার নিমকালী, ভিরিঙ্গি মহাশ্মশানের ভিরিঙ্গিমা,

কালিকাপুর, পুরষা
সহ দুর্গাপুরএলাকায় বিভিন্ন জায়গায় কালীপূজা হয়। তার মধ্যে অন্যতম পারুলিয়ার শ্মশান কালী মায়ের পূজা। হাজার হাজার মানুষের ঢল এই পারুলিয়া কালীপূজাকে ঘিরে। দেবীর বারি আনা হয় ঢাক ঢোল বাধ্য সহকারে। দেবীর বারি আনয়ন এবং শোভাযাত্রা করে দেবীর পূজা পার্বণের সমস্ত কাজকর্ম করা
হয়।

কর্মকর্তারা হলেন অসিত সৌ, স্বপন সৌ, বীরেশ্বর মহন্ত, বাবলু তন্তুবায়, অচিন্ত্য সৌ সহ পূজা কমিটির সকলেই জানান আমাদের শ্মশান কালী পূজায় সারা পারুলিয়া গ্রামের মানুষ অংশগ্রহণ করেন। কয়েকটা দিন খুব আনন্দে কাটান সবাই সেবা থেকে কীর্তন, যাত্রা, বাউল গান, কবিগান সহ কচিকাঁচা সবুজ বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে আমরা পালিত করি কয়েকটি দিন মহাকালী আশীর্বাদে ধন্য হয় গ্রাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *