বৃহস্পতিবার রাতে জামুড়িয়া গগন ফেরোটেক কারখানায় জ্বলন্ত লোহা চলকে ঝলসে যান ৬ শ্রমিক। আবার কাকতালীয়ভাবে ওই রাতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক আগ্নিমিত্রা পাল। তারপরেপরেই কারখানায় ঢোকেন তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক।
এই সময় মুখোমুখি তৃণমূল ও বিজেপি বিধায়কদের অনুগামীরা একে অপরকে কটাক্ষ করেন। শুধু তাই না, অভিযোগ অগ্নিমিত্রা পালকে কারখানায় ঢুকতে বাধা দেন জামুড়িয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে যুব তৃণমূল কংগ্রেসের নেতা প্রেমপাল সিং। তাঁর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। সেখানে কারখানার আধিকারিক নিরঞ্জন গৌড়শরিয়া অগ্নিমিত্রাকে নিয়ে কারখানায় ঢোকেন। তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি নেত্রী অগ্রিমিত্রা পালকে উদ্দেশ্য করে বলেন, “ঘোলা জলে মাছ ধরতে এসেছেন, কিছু লাভ হবে না। শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ওরা আমাদেরই কর্মী।”