সরকারি জমির চরিত্র বদলে দিয়ে বিক্রি করার অভিযোগ। জমি মাফিয়াদের পাশাপাশি ওই চক্রে জড়িত খাকার অভিযোগ উঠছে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে হানা দিচ্ছেন বিশেষ সচিব। একাধিক দুর্নীতি ইস্য়ুতে এখন রাজ্য সরকার বিদ্ধ। এই পরিস্থিতিতে সরকারি জমি নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের একাংশ জমি মাফিয়াদের সঙ্গে অশুভ আঁতাতে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ, কোটি কোটি টাকায় কাগজপত্র বানিয়ে জমির চরিত্র বদলে ফেলছেন। বিক্রি করে দেওয়া হচ্ছে খাস জমিও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার জেরে এবার দফতরের বিভিন্ন অফিসে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখতে শুরু করলেন দফতরের বিশেষ সচিব। সচিব-সহ বিভিন্ন আধিকারিকরা এদিন মাটিগাড়া ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরে হাজির হন। বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। এরপর তাঁরা নকশালবাড়ি ব্লকেও বিভাগীয় দফতরে যান।
দফতরের বিশেষ সচিব অভিজিৎ ভট্টাচার্য বলেন, “সরকারি জমির চরিত্র বদলের দিক সামনে এলে ওই জমি ফের সরকারি খতিয়ান ভুক্ত করার পাশাপাশি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। দুটি ক্ষেত্রে কিছু অভিযোগ এসেছিল। দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।”
প্রসঙ্গত, পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক করতে এসে ভূমিরাজস্ব আধিকারিকদের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেবল উত্তরেই নয়, সরকারি আধিকারিকদের একাংশের মদতেই দালাল চক্রের রমরমার অভিযোগ উঠেছে দক্ষিণেরও একাধিক জায়গায়। মালদহ, নদিয়া, হাওড়াতেও এই চক্র সক্রিয় বলে অভিযোগ উঠছে। এবার তা সরেজমিনে খতিয়ে দেখতে উদ্যোগী প্রশাসন।