কাঁকসা ব্লকের কৃষিকাজের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে বৃহস্পতিবার দিল্লি থেকে বিশ্ব ব্যাংকের ৪ জনের একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসেন।
বৃহস্পিতিবার বিকাল 4টায় পানাগড় থেকে সংবাদ মাধ্যম কে জানালেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধক্ষ সমীর বিশ্বাস।
তিনি জানিয়েছেন এদিন কাঁকসার ত্রিলোকচন্দ্র পুর এলাকার কৃষি জমি, সেখানকার মাটির উর্বরতা, চাষের জন্য জলের ব্যবস্থা ও চাষের জন্য জল ধারণের জলাশয়গুলি পরিদর্শন করার পাশাপাশি এলাকার বেশ কয়েকজন কৃষকের সাথেও তারা কথা বলেন।
এছাড়াও কাঁকসা ব্লকের চাষের মান উন্নয়নের জন্য ব্লকের কয়েকশ কৃষককে নিয়ে এদিন কাঁকসার কিষান মাণ্ডিতে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ নব কুমার সামন্ত,জেলা পরিষদের কর্মাধক্ষ কাঁকসা ব্লকের মুখ্য কৃষি আধিকারিক,কাঁকসার বিডিও পর্ণা দে, সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।