রহস্যজনক ভাবে নিখোঁজ কাঁকসার গোপালপুর শিল্পতালুকের বেসরকারি ইস্পাত কারখানার এক শ্রমিক। নিখোঁজ হওয়া ওই শ্রমিকের নাম মানগুহু কুমার যাদব। ২৮ বছর বয়সী ওই শ্রমিক ধানবাদের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ পরিবারের সদস্যরা তার সন্ধানে কাঁকসা থানার পুলিশের দারস্ত হন। পরিবারের সদস্যরা জানিয়েছেন গত নভেম্বরে মাসের ১১তারিখে কাঁকসা থাকে দুর্গাপুর হয়ে তিনি পুরুলিয়ার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন।
সেখানে তার সহকর্মীর বাড়ির কালি পুজোয় যোগ দিতে। সেখান থেকে গত ১৩তারিখে কাঁকসায় আসার পরে ধানবাদে বাড়িতে যাওয়ার কথা ছিলো তার। সেই পরিকল্পনা নিয়েই সে পুরুলিয়া থেকে বাসে চাপলেও না কাঁকসার আসেন না বাড়ি ফিরছিলেন। নিখোঁজ ব্যক্তির বাবা ধানবাদে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান গত ৫তারিখে। পুলিশ এখনো পর্যন্ত তাকে খুঁজে দিতে না পারায় অবশেষে পরিবারের সদস্যরা তার সন্ধানে বের হন।
বৃহস্পতিবার পরিবারের সদস্যরা এসে পৌঁছান কাঁকসা থানায়।