১৫বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন হাসপাতালে কর্ণধার সুজিত দত্ত সহ হাসপাতালের চিকৎসকরা। আগামী দিনে হাসপাতালকে এগিয়ে নিয়ে যেতে দুর্গাপুর বাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়াও আগামী বছরের মধ্যে বিবেকানন্দ ক্যানসার হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলেও জানান তিনি। আগামী দিনে আরো সজ্জা বাড়তে চলেছে হাসপাতালে বলেও জানান তিনি। বিবেকানন্দ হাসপাতাল মানুষের পাশে প্রতি মুহুর্তে বলেও জানান তিনি।