বুধবার দুপুরে দুর্গাপুরের স্টিল টাউনশিপের একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন দুপুরে স্টিল টাউনশিপের সি-জোনের বাসিন্দা ইস্পাতকর্মী বিশ্বনাথ সিলের আবাসনে হঠাৎ আগুন লেগে যায়। বিশ্বনাথবাবুর আবাসনের জানালা থেকে আগুন বের হতে দেখে ছুটে যান স্থানীয়রা এবং বাড়ির ভেতর থেকে বিশ্বনাথবাবু ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে বাড়ির সমস্ত আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানান বিশ্বনাথবাবু।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের জেরেই আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে ওই ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।