বুধবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিধিরামপুরের একটি বেসরকারি রোলিং মিল কারখানায় আয়কর দপ্তরের হানার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এদিন সকাল ১০ টা নাগাদ আয়কর দপ্তরের বেশ কিছু আধিকারিক ওই কারখানায় প্রবেশ করেন। অন্যদিকে কারখানাটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কারখানায় শ্রমিকদের যাতায়াতে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নজরদারি। তবে কি কারণে এই হানা তা জানা যায়নি। অন্যদিকে পুরো ঘটনাটি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কারখানা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত এদিন কলকাতা সহ রাজ্যের প্রায় ৩৫ জায়গায় একই সঙ্গে আয়কর হানা চলছে বলে জানা গেছে। সূত্রের খবর মূলত বালি এবং লোহা কারবারিদের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে।