শেষরক্ষা হল না। প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, বিখ্যাত ধারাবাহিক ‘সিআইডি’-র ফ্রেডি ওরফে দীনেশ ফড়নিশ। সোনি টিভির জনপ্রিয় ‘কপ সিরিয়াল’ CID-এর অফিসার ফ্রেডেরিকসের ভূমিকায় অভিনয় করতেন দীনেশ ফড়নিশ। অসুস্থতার কারণে ভর্তি ছিলেন হাসপাতালে। লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে। তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার মধ্য রাত ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর।