দুর্গাপুর উৎসবের একটি অধ্যায় হল কবি সম্মেলন। এই চার দিনের কবিতা উৎসবের মধ্যে দুদিন কবিতা উৎসব হয়ে গেল। বাকি রইল আর দুদিন। সারা শিল্প শহরের কবিরা ছাড়াও শহর সংলগ্ন এলাকার কবিরাও কবিতা পড়লেন এবং আনন্দ উদ্দীপনার সাথে বৃষ্টিকে উপেক্ষা করে প্রবীণ কবি থেকে একেবারে নবীন কবি তারাও মঞ্চে তাদের কবিতা শোনালেন। আগত কবিতাপ্রেমীদের কাছে সব মিলিয়ে কবি সম্মেলম জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।
দুর্গাপুর উৎসবে কবি সম্মেলন
