কিক বক্সিং টুর্নামেন্ট শহরে


কিক বক্সিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো অমৃতা বিদ্যালয়ে বিধান নগরের অম্রিতা বিদ্যালয় গত ৯ এবং ১০ তারিখ জুড়ে তোর লোক কিক বক্সিং প্রতিযোগিতা মেয়েদের সিলেট ও ছেলেদের ক্যাম্প উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল পুরসভা পরিচালনার দায়িত্বে থাকা রাখি তেওয়ারি প্রাক্তন এমএমআইসি অঙ্কিতা চৌধুরী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কলিমুল হক অমৃতা বিদ্যালয়ের প্রিন্সিপাল গায়ত্রী দেবী প্রদীপ কুমার দাশ বিজয় চক্রবর্তী ন তারিখে ছিলেন মানবেন্দু চক্রবর্তী ডাক্তার বিধান মজুমদার রাম সেবক ফাউন্ডেশনে লোকজন সঞ্চালনার দায়িত্ব ছিলেন অনেকজন জয়িতা সাঁই, প্রিয়া ব্যানার্জি, মিঠু চক্রবর্তী, চন্দ্রা পাঞ্জা, সুস্মিতা সিনহা, পুলু কোনার, চায়না রায়
সহ অনেকেই ছিলেন এই কিক বক্সিংয়ের খেলাটি ঘিরে। ব্রোঞ্জ পদকজয়ী ঈশান দাস। স্পিকিং আছে। বিশিষ্ট শিক্ষিকা শিপ্রা দি শিপ্রা ব্যানার্জি এই অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন এবং তারই প্রেরণায় সবকিছু


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *