মোনালির মনোমুগ্ধ গানে ভিজলো দুর্গাপুর উৎসব


শিল্প ও সংগীতের কদর জানে দুর্গাপুর বাসী চিরকাল। এই শহরেই কত কত গুণী শিল্পী গান গেয়ে গেছেন। মান্না দে
থেকে মনোময়, কে নয়? এসেছেন লতা মঙ্গেশকর কিশোরকুমার আশা ভোঁসলে এসেছেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র থেকে জিৎ গাঙ্গুলি থেকে মোনালি! মোনালি অসম্ভব সুন্দর গান গেয়ে সমৃদ্ধ করেছেন। দুর্গাপুরে মাটি করেছেন গতকাল মোনালির গানের মুগ্ধতা নিয়ে একপ্রাণ আনন্দ মেখেছেন এই শহরের মানুষজনেরা। দুর্গাপুর উৎসব প্রথম বছরেই ফুলমার্কস পেয়ে গেছে বলছেন অনেকেই। মোনালির গান ছোটো থেকে বড় সবারই মন জয় করেছে এককথায়। তার গানের সাথে নাচও এক অন্যমাত্রা দিয়েছে মঞ্চে। উৎসব ফেরতা মানুষজন এও বলছেন বিনে পয়সায় প্রতিদিন বড় বড় শিল্পীদের গান এবং মেলার আনন্দ পেয়ে যাচ্ছি বছরের শেষে। আবার অনেকে ভেবেছিলেন ঘুরতে যাবেন বছরের শেষে কিন্তু যাওয়ার আর দরকার পড়ছে না। দু্র্গাপুর উৎসব পুষিয়ে দিয়েছে অনেক কিছুই। মোনালির গান শুনতে জনসমুদ্র তৈরি হয়েছিল। মোনালি হিন্দি ও বাংলাগানে সবার মনকেই ভিজিয়ে দিয়েছে পরম যত্নে ও গানের মোহনিয়া বিভঙ্গে ও গানের সুরের মূর্ছনায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *