এবার থেকে পাট্টা জমিতেও চাকরি দেবে ইসিএল। শনিবার খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা হরেরাম সিং।
প্রসঙ্গত, পাট্টা জমিতে চাকরির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলাচ্ছিলেন সাঁকতোড়িয়ায় এলাকার জমিদাতারা। অবশেষে শনিবার ইসিএলের পরিচালন কমিটির সাথে সাঁকতোড়িয়ায় ইসিএলের হেডকোয়াটারে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জামুড়িয়ার বিধায়ক তথা তৃণমূলের কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা হরেরাম সিং। বৈঠক শেষে তারা জানান আন্দোলনের প্রেক্ষিতে এদিনের আলোচনা ফলপ্রসু হয়েছে। ইসিএল পাট্টা জমিতে চাকরির দাবি মেনে নিয়েছে।
এছাড়ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন, “ইসিএলের যে পাট্টা জমি আছে সাধারণ মানুষের পিসিএল বোর্ড তাদেরকে চাকরি দিতে নারাজ ছিল। গ্রামের মানুষ বারবার আবেদন করেছিল। দীর্ঘদিন দিন ধরে পাট্টা জমিতে চাকরির দাবিতে লড়াই করেছি আমরা। অবশেষে সেই লড়াই আজ ফলপ্রসু হলো। ইসিএল রাজি হয়েছে পাট্টা জমির বদলে চাকরি দেওয়ার জন্য। যত জমি ছিল সবাইকে চাকরি দেওয়া হবে।”
অন্যদিকে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং এদিন বলেন, “অনেকদিন ধরে আমরা আন্দোলন করছিলাম শেষমেশ ইসিল কর্তৃপক্ষ আমাদের আবেদন মেনে নিয়ে পাট্টা জমিদারদের চাকরি দেবেন বলেছেন । কালী পুজা বা দীপাবলির পর থেকে এই বিষয়ে প্রসেসিং শুরু হয়ে যাবে।”