দুর্গাপুর উৎসবের আয়োজন দুর্গাপুরে


দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে ‘দুর্গাপুর উৎসব’। শহরের রাজীব গান্ধী স্বারক ময়দানে বসবে এই উৎসবের আসর। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

এদিন মন্ত্রী বলেন, “দুর্গাপুরের ঐতিহ্যকে তুলে ধরতে তথা বর্তমান প্রজন্ম ও সকল মানুষের কাছে দুর্গাপুরের ইতিহাস তুলে ধরতেই এই উৎসবের আয়োজন।” তিনি আরও বলেন, “বহু মানুষ ভিন জেলা ও রাজ্য থেকে এই শিল্পশহরে আসে এবং বসবাস করে, কিন্তু শহরের ইতিহাস তাদের কাছে অজানাই থেকে যায়। আর সেই অজানাকে জানার জন্যই এই উৎসব।”

এদিন সিটিসেন্টারে এডিডিএ-র গেস্ট হাউসে আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য়ের মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *