পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মিছিল সিটি সেন্টারে। শুক্রবার দুর্গাপুরের সিটিসেন্টারে মিছিল করে বিজেপি। মিছিলে প্রতীকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে হাঁটানো হয়। এদিন মিছিলটি গান্ধী মোড় থেকে শুরু হয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির ডাকা এই মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্যরা। দুর্গাপুর পৌরসভার সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির এই মিছিলে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এদিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ বাহিনী।