এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের সাথে সম্পর্ক গড়ে ওঠে বাড়ির বউয়ের। অন্তরঙ্গ মুহূর্তে ধরাও পড়ে যান তারা। এরই প্রতিবাদ করায় শাশুড়িকে দিনের পর দিন নির্যাতন। বৌমা সমকামী এর প্রতিবাদ করতেই প্রাণ গেল শাশুড়ির। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতির দেবীনগরে। মৃত প্রৌঢ়া বছর আটষট্টি অনিমা রায়। এবিষয়ে অভিযুক্ত গৃহবধূর স্বামী প্রশান্ত রায় জানান, ২০২১ সালের বিয়ে তার স্ত্রী সুনন্দার সাথে সিভিক ভলেন্টিয়ার অমৃতা সামন্তের এক সম্পর্ক গড়ে ওঠে। এর তীব্র প্রতিবাদ জানান তিনি ও তার মা। তারপর থেকেই শাশুড়ির উপর লাগাতার অত্যাচার চালাত ওই গৃহবধূ ও মহিলা সিভিক ভলেন্টিয়ার বলে অভিযোগ। ২৯ শে অক্টোবর অশান্তি চরমে পৌঁছায়। প্রশান্তর অভিযোগ, শালা অনিমেষ ও শশুর জয়দেবের উপস্থিতিতেই তার স্ত্রী ও মহিলা সিভিক ভলেন্টিয়ার তার মায়ের উপর অত্যাচার করছিল। সেই সময় প্রশান্ত বাধা দিতে এলে ধাক্কাধাক্কিতে সামান্য চোট পান তার স্ত্রী। সঙ্গে সঙ্গে ওই মহিলা ভলেন্টিয়ার কে নিয়ে সুনন্দা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তার স্বামীর বিরুদ্ধে। তারপরের দিন প্রশান্ত তার মাকে নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর বাড়ি ফিরিয়ে আনেন। এরপর ফের শারীরিক অবস্থার অবনতি হলে বিধান নগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই প্রৌঢ়াকে। গতকাল বিকেলে মৃত্যু হয় অনিমা দেবীর। ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি তুলেছেন প্রশান্ত তার পরিবারের লোকজনের। এই ঘটনায় দুইজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।