‘অকাল কুষ্মাণ্ড…’পোস্টারে তোলপাড় শান্তিনিকেতন।তৃণমূলের স্লোগানের সুরে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ফের সরব বিজেপি নেতা অনুপম হাজরা। কার্যত থামছেনই না কেন্দ্রীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা। এ বার দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাজ্য নেতৃত্ব থেকে জেলা সভাপতিদের চরম কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায়, ‘‘দলের মধ্যে যে সমস্ত ভাইরাস আছে, সেই ভাইরাসকে আগে বের করুন। দরকার পড়লে দু’ চারটে থাপ্পড় মারতে হয় মারুন। কোনও অসুবিধা নেই।’’ পাশাপাশি দলের মধ্যে তাঁকে কোণঠাসা করে রাখারও অভিযোগ করেছেন অনুপম। তিনি বলেন, ‘‘রাজ্যের কোর কমিটির মধ্যে আমি ঢুকে গেলে ওলট-পালট হয়ে যাবে। যে সিন্ডিকেট চলে ওই সিন্ডিকেটগুলো ঘেঁটে যাবে। এই জন্য আমাকে কোনও রাজ্য অফিসের বৈঠক বা অনুষ্ঠানে ডাকা হয় না।’’