বর্ধমান থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল বাস। বাসের গতিবেগ ছিল স্বাভাবিকের থেকে বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছনে ধাক্কা। বর্ধমান থেকে করুণাময়ী যাবার পথে হরিপাল থানার অন্তর্গত কানগোই এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনা। বাসে কমপক্ষে ৫০জন যাত্রী ছিলেন। তাঁদের বেশিরভাগ জনই আহত। ডানকুনি- বর্ধমানমুখী রাস্তায় একটি বাইকের সাথে একটি গাড়ির ধাক্কা লেগেছে। হরিপালে জাতীয় সড়কে দুটি পৃথক পথ দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে ২০জন। মৃত্যু হয়েছে এক জনের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সকালে SBSTC-র একটি বাস বর্ধমান থেকে করুণাময়ী যাওয়ার পথে হরিপাল থানার কানগোই এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা মারে।বাসে কমবেশী ৫০জন যাত্রী ছিলেন বলে দাবি আহত এক বাস যাত্রীর।