ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার মামলায় অভিযুক্ত কুণাল গুপ্তার বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট জমা দিল ইডি। কল সেন্টার খুলে প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তার ১০০ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ইডির তরফে। লোক ঠকানোর কারবার থেকে তৈরি হওয়া বিপুল পরিমাণ জালিয়াতির টাকা খাটানো হয়েছিল হোটেল ও পানশালার ব্যবসায়। এছাড়া অন্যান্য ব্যবসাতেও খেটেছে এই জালিয়াতির টাকা, সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের। উল্লেখ্য, কল সেন্টার প্রতারণার মামলায় গ্রেফতার কুণাল গুপ্তার আইনজীবী এদিন তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেন। কিন্তু এদিন আদালতে চার্জশিট জমা পড়ার পর সেই জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ইডির দাবি, চার্জশিটে এমন অনেক তথ্যের কথা উল্লেখ রয়েছে যা কুণাল গুপ্তার বিরুদ্ধে ইঙ্গিত করে। ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও ইডি সূত্রে খবর, আরও অনেক সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
প্রসঙ্গত, ভুয়ো কল সেন্টার চালিয়ে অস্ট্রেলিয়া, কানাডা-সহ বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণার অভিযোগ রয়েছে এই কুণাল গুপ্তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন ওই অভিযুক্ত। এরপর কলকাতা হাইকোর্ট চত্বর থেকে ওই ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, এই কুণাল গুপ্তার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই ইডির তদন্তকারী অফিসারদের হাতে এসেছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তালিকায় ছিল কুণাল গুপ্তার অফিস, সংস্থার পুরনো কর্মীদের বাড়ি-সহ আরও অন্যান্য অনেক জায়গায়। এবার কুণাল গুপ্তার বিরুদ্ধে ভুয়ো কল সেন্টার চালিয়ে প্রতারণার মামলায় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।