‘বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন’… নিদান বোলপুরের তৃণমূল নেতার


লোকসভা নির্বাচনের আগে বিজেপি ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন। এই নিদান দিয়ে বিতর্ক বাঁধালেন বীরভূমের এক তৃণমূল নেতা। বীরভূমের রূপপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের তৃণমূল নেতা বাবু দাস। তিনিই বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিয়েছেন। যা নিয়ে অনুব্রতহীন বীরভূমে ছড়িয়েছে বিতর্ক। এ বিষয়ে তৃণমূল নেতা বাবু দাস বলেছেন, ”কয়েক মাস পরেই লোকসভা ভোটের দামামা বাজবে। তখন বিজেপি, কংগ্রেস, সিপিএম আসবে ভোট চাইতে। আমি বুথ স্তরের সমস্ত কর্মীকে বলে যাচ্ছি, এই এলাকায় যদি কোনও বিজেপি নেতা ভোট চাইতে আসেন। তাহলে তাঁদের গাছে বেঁধে রাখবেন। গাছে দড়ি দিয়ে বেঁধে রেখে জিজ্ঞাসা করবেন, আমার ১০০ দিনের কাজের টাকা কোথায়। পরে অবশ্য নিজের বক্তব্যের প্রেক্ষিতে বাবু দাস বলেছেন, “কীভাবে পশ্চিম বাংলাকে নরেন্দ্র মোদী ভাতে মারার চেষ্টা করছে। ২০২১ সালে ওরা বিধানসভায় জিততে পারেনি। তার পর ১০০ দিনের কাজের টাকা, গবির মানুষের পাওনা টাকা বন্ধ করে রেখেছে।’ভোট নেবে, আবার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেবে, তা তো হয় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *