শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে পথ অবরোধ বাউরী সমাজের


দুর্গাপুরে বাউরী সমাজের পথ অবরোধে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। সূত্র মারফত জানা যায়, এক শিশু কন্যার শারীরিক নির্যাতনের অভিযোগকে সামনে রেখেই ঘটনার সূত্রপাত। উল্লেখ্য,গত অক্টোবর মাসের ২০ তারিখ নিউ টাউনশিপ থানার পাঁড়দৈই গ্রামের বাউড়ী সমাজের এক যুবকের বিরুদ্ধে এক সাত বছরের শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ জানানো হলে প্রসেনজিৎ বাউরী নামক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ এরপর নির্যাতিতা শিশু কন্যার বাড়িতে গত ২৪ অক্টোবর রাতে চড়াও হয় একাধিক যুবক এবং ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার হুমকি দেয়। ওই ঘটনার কথা জানিয়ে ফের নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ জানায়।

এরই মধ্যে আজ সকালে হঠাৎ দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সামনে পথ অবরোধ করে বাউরী সমাজের লোকজন। তাদের অভিযোগ ওই শিশু নির্যাতনের ঘটনায় তাদের সংগঠনের জেলা সভাপতিকে অপমান করেছেন নিউ টাউনশিপ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তারই প্রতিবাদে তারা পথ অবরোধে সামিল হয়েছেন।

এদিকে দুর্গাপুরের অন্যতম ব্যস্ততম রাস্তায় পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু অবরোধ তুলতে হিমসিম খেতে হয় পুলিশকে। অভিযোগ অবরোধ তুলতে লাঠিচার্য করে পুলিশ। অবেশেষে বেশ কয়েক জন অবরোধকারীকে আটক করে পুলিশ। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) তথাগত পাণ্ডে জানান, আদালতে মামলা চলাকালীন সেই বিষয়ে ব্যস্ততম রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি করে নিয়ম ভঙ্গ করেছে অবরোধকারীরা। আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *