ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও রমরমিয়ে বেটিং চক্র! গ্রেফতার ৫


ক্রিকেট বেটিং কারবারে যুক্ত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার তিনটি জায়গায় অভিযোগ চালিয়ে এই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বেটিং কারবার অভিযুক্তরা চালাচ্ছিল বলে অভিযোগ। রবিবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতের ম্যাচেও এরা বেটিং করছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের থেকে বিভিন্ন নথি এবং গ্যাজেট এবং বেটিং সংক্রান্ত স্ক্রিনশট উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।গিরিশ পার্কের মদন চ্যাটার্জি লেনের একটি ক্যাফে থেকে অভিষেক জয়সওয়াল নামের ২৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চাদনি চকে অবস্থিত একটি বারের কাছ থেকে অরুণ আগরওয়াল এবং প্রদীপ বর্মা ওরফে প্রদীপ সোনিকে ক্রিকেট বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে তোলা হবে। একইসাথে এদিন রবিবার নারকেলডাঙা এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। গ্রেফতার হওয়া কেশব প্রসাদ মুন্ডা কলকাতার বাসিন্দা। অপর ধৃত কালু সাউ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নারকেলডাঙার এক আবাসন থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে বেটিং চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন। এবং সেই ফোন থেকে বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশটও নিয়েছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *