রেশন বণ্টন দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি। রেশন বন্টন দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির স্ক্যানারে আরও অনেকেই। ইতিমধ্যেই কেউ গ্রেফতার হয়েছেন, কেউ কেউ নিয়মিত ডাক পাচ্ছেন সিজিও কমপ্লেক্সে। গরিবের দু’বেলার অন্ন চুরি করে তা বাইরে বেচে কোটি টাকা মুনাফার অভিযোগেরই মূলত তদন্ত চলছে। রেশন দুর্নীতি নিয়ে এবার ময়দানে নামছে বিজেপি। রবিবার দিল্লি থেকে কলকাতায় ফিরে তেমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সন্ধ্যার বিমানে রাজধানী থেকে কলকাতা ফেরেন সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হচ্ছে। ২৯ নভেম্বর বিরাট বড় মিছিল সমাবেশ হবে কলকাতার বুকে। আমরা প্রত্যেক জেলায় চোরদের চিহ্নিত করার জন্য চোরদের নাম দিয়ে পোস্টার দেবো।” সুকান্তের অভিযোগ, এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি দালালরা নিয়ন্ত্রণ করে।