লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজপথে মীনাক্ষী। অন্যান্য বারের থেকে এবারের লোকসভা নির্বাচনের সমীকরণ অনেকটাই আলাদা। জাতীয় রাজনীতির নিরিখে যখন একই জোটে তৃণমূল-সিপিএম, তখন বাংলায় বামেদের অবস্থান ঠিক কী হবে, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। এবার সেই রোড ম্যাপ তৈরি করে ফেলতে প্রস্তুত সিপিএম। আলিমুদ্দিন সূত্রের খবর, মাঝ নভেম্বরেই বিভিন্ন ইস্যু নিয়ে পথ হাঁটা শুরু করবে সিপিএম। দিন দশেকের মধ্যেই স্থির হয়ে যাবে দলের অবস্থান। অন্যদিকে, আজ শুক্রবার পথে নামছেন বাম নেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কোচবিহার থেকে এদিন ইনসাফ যাত্রা শুরু করবেন তিনি। সেই যাত্রী শেষ হবে আগামী বছরের জানুয়ারিতে ব্রিগেড সমাবেশ। মূলত রাজ্যের শিল্পায়ন আর চাকরির দাবিতে মিছিল থেকে সরব হবে সিপিএম-এর যুব সংগঠন। বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদেরও ওই যাত্রায় সামিল করতে চায় ডিওয়াইএফআই। এই যাত্রায় উঠে আসতে পারে সিঙ্গুর প্রসঙ্গও।