‘মমতা দি সব জানেন’ গ্রেফতার হওয়ার এক সপ্তাহ পর ফের মুখ খুললেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতার হওয়ার পরই তিনি দাবি করেছিলেন তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আর এবার তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আজ, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য বালুকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়। যাওয়ার পথে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, ‘মমতা দি সব জানেন।’ আর চার দিন অপেক্ষা করুন আমি মুক্ত বালুর এই মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে তিনি কিসের ইঙ্গিত দিলেন ? কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ? সিজিও থেকে বেরোনোর সময় জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।