মাঝ রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের তীব্রতা ছিল ৬.৪। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে, লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতা, দিল্লি-সহ ভারতের একাধিক শহর। ভূমিকম্পের অভিকেন্দ্র মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। রাতে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বিভিন্ন বহুতলগুলিতে কম্পন টের পাওয়া গিয়েছে। ঘরের ভিতরের বিভিন্ন জিনিসপত্রও কাঁপতে দেখা গিয়েছে। হঠাৎ করে এই কলকাতার শহরে এই মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসীদের অনেকে।
নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে বিহারের বিস্তীর্ণ অঞ্চলও। পটনায় ভূমিকম্প টের পেয়েই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিলেন আতঙ্কিত সাধারণ মানুষজন।