ভূমিকম্পে তছনছ নেপাল, পাশে থাকার বার্তা মোদির


ভূমিকম্পে তছনছ নেপাল। মৃত্যু মিছিল অব্যাহত। ভূমিকম্প বিধ্বস্ত নেপালের জন্য সমবেদনা প্রধানমন্ত্রীর। এই দুঃসময়ে পাশে আছে ভারত। এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতের ভূমিকম্পে ইতিমধ্যেই নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪। প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে একটি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভূমিকম্প বিধ্বস্ত নেপালে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নেপালের ভূমিকম্পে প্রাণ হারানো সকলের জন্য আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত। এই দুঃসময়ে সবরকমভাবে বিপর্যস্ত নেপালের পাশে আছে ভারত। নেপালের মানুষকে সবরকম সহযোগিতা করার জন্য ভারত প্রস্তুত। দুর্গত মানুষদের জন্য আমরা চিন্তিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসে তিনবার কাঁপল নেপাল। উষ্ণায়নে বরফ গলায় ভূপৃষ্টে কমছে চাপ,সাগরে বাড়ছে জল। ভর-ভারের অদলবদলেই সক্রিয় ইন্দো- অস্ট্রেলিয়ান টেকটনিকে প্লেট। আঁচ পড়বে সিকিম, দার্জিলিঙেও এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *