হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত যুবকের মৃত্যু। মঙ্গলবার সকালে হাওড়ার একটি নার্সিংহোমে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবক রামেশ্বর মালিয়া লেনের বাসিন্দা আতিশকুমার সিং। জানা যায়, সোমবার জ্বর নিয়ে নার্সিংহোমে ভর্তি হন তিনি। আতিশকুমারের মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকেই হালকা জ্বর ছিল আতিশের। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি সোমবার নার্সিংহোমে ভর্তি হন। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর মঙ্গলবার সকালে অতীশের মৃত্যু হয়। সূত্রের খবর, কিছুদিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাওড়ার এক গৃহবধুর। আবারও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। হাওড়া এলাকায় একাধিক জায়গায় পড়ে রয়েছে আবর্জনা, নিকাশি নালা ঠিকমতো নেই বলে অভিযোগ স্থানীয়দের। বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল এ ঘটনায় পৌরসভার উদাসীনতার দিকেই আঙ্গুল তুলছেন এলাকার মানুষজন।