২৪ ঘণ্টার মধ্যেই আসানসোল গুলিকাণ্ডে কিনারা পুলিশের। চারজনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। উল্লেখ্য, সোমবার বেলা একটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে চন্দ্রচুর মন্দিরের কাছে ব্যবসায়ী দীনেশ গরাইয়ের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি গাড়িতে লাগলেও বাকিগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়। ধৃতরা হল- অভিষেক মুখোপাধ্যায় ওরফে পাপাই, টিংকু কুমার প্রসাদ, পঙ্কজ কুমার সিং ও কুলদীপ কুমার ওরফে কাল্লু। তাদের বিরুদ্ধে গুলি চালানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জমি সংক্রান্ত বিবাদের পাশাপাশি পুরানো শত্রুতার জেরে ব্যবসায়ী দীনেশ গরাইকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ধৃতরা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই ঘটনার তদন্ত নেমে পুলিশের হাতে আসে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, একটি ধাবার সামনে দাঁড়িয়েছিল নীল রঙের একটি গাড়ি। খাবারের দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন ব্যবসায়ী। গাড়ির দরজা বন্ধ করে চালক গাড়ি স্টার্টও দিয়ে দেন। গাড়ির সামনের দিকে ডান হাতে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল এক যুবক। কথা বলার ছুতোয় গাড়ি দাঁড় করায়, আর বাকিরা গুলি চালাতে থাকে। তবে চালক গাড়ি চালিয়ে দেওয়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই তদন্তের কিনারা করে পুলিশ।