৫০ দিন পর নবান্নে মমতা, হাত নাড়লেন অনুরাগীদের উদ্দেশ্যে


৫০ দিন পর নবান্নে মমতা। বিদেশ সফর তার সঙ্গে দুর্গাপুজোর উদ্বোধন থেকে কার্নিভাল সবকিছু নিয়ে চরম ব্যস্ততায় ছিলেন মুখ্যমন্ত্রী। গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে দেখা গিয়েছিল তাঁকে। স্পেন সফরে যাওয়ার আগের দিন সরকারি আধিকারিকদের যাবতীয় কাজকর্ম বুঝিয়ে দিয়ে এসেছিলেন তিনি। এরপর বার্সেলোনা-স্পেন সফর সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফেরার পর পায়ে যন্ত্রণা অনুভব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এ যান চিকিৎসা করানোর জন্য। সেখানকার চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তারপর থেকেই একপ্রকার গৃহবন্দি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাড়ি থেকে বেরোননি তিনি। অবশেষে ৫০ দিন পর মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন, মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনাকে মাথায় রেখে পুলিশি ব্যবস্থাও ছিল জোরদার। নবান্নে যাওয়ার পথে গাড়ি থেকে অনুরাগীদের উদ্দেশ্যে হাতও নাড়েন মুখ্যমন্ত্রী। তবে এই কদিন বাড়ি থেকেই যতটা সম্ভব প্রশাসনিক কাজ-কর্ম সামলেছেন তিনি। দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন ভার্চুয়াল মাধ্যমে। তবে ২৭ অক্টোবর বাড়ি দুর্গাপুজোর কার্নিভালে রেড রোড গিয়েছিলেন তিনি। তবে দফতরে আজই প্রথম নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *