পাণ্ডবেশ্বর ব্লক কার্যালয়ের ফাঁকা জমিতে তৈরি করা হয়েছে একটি সঞ্জীবনী ভেষজ উদ্যান। পাণ্ডবেশ্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া এই উদ্যানটি সোমবার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস সহ অন্যরা। ০.০০৭ একর জমির উপর তৈরি হওয়া এই উদ্যানে ৬৪টি প্রজাতির ৩০০টির মতো গাছ লাগানো হয়েছে। পরবর্তী সময়ে আরও গাছ লাগানো হবে বলে জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস। ভেষজ গাছের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানো এবং প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে ভেষজ গাছকে বাঁচাতে এই উদ্যোগ বলে জানান তিনি।