মামার বাড়িতে বেড়াতে এসে ক্যানেলের জলে তলিয়ে গেল কিশোরী। মর্মান্তিক দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন সকলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসা ক্যানাল পাড় এলাকায়। স্নান করতে গিয়ে ক্যানেলের জলে তলিয়ে যায় ওই কিশোরী। সূত্র মারফত জানতে পারা গেছে, এদিন দুপুরে মামীর সঙ্গে স্নান করতে ক্যানেলে গিয়েছিল ১১ বছরের কিশোরী রাজকুমারী মাহান্তি। আজমকাই পা পিছলে ক্যানেলের জলে তলিয়ে যায় সে। বহু খোঁজাখুঁজির পরও কোন সন্ধান মেলেনি তার। খবর পেয়ে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।