কন্যাশ্রীর টাকায় দিল্লি পাড়ি। বিয়ে রুখতে এমনই সিদ্ধান্ত নিল তিন বোন। দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনি এলাকার ঘটনা।চলতি মাসের ২২ তারিখ কন্যাশ্রী টাকা নিয়ে বাড়ি থেকে চম্পট দেয় তিন বোন। জানা যায়, তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিল তাদের পরিবার। দুই বোনের আপত্তি থাকা সত্ত্বেও জোর জবরদস্তি দেওয়া হচ্ছিল তাদের বিয়ে ৷ সেকারণেই ছোট বোনকে সঙ্গে নিয়ে তিনজনেই বাড়ি থেকে পালায় ৷ মোবাইল ফোন ট্র্যাক করে তাদেরকে উদ্ধার করল পুলিশ। এই তিনজনের বাড়ি দুর্গাপুর ফরিদপুর থানা এলাকায়। ছোট বোন বছর ১৫ দশম শ্রেণীর পড়ুয়া। মেজো বোনের বয়স ১৭ সে একাদশ শ্রেণীতে পড়ে আর আর বড় দিদি বছর ১৯ এর উচ্চমাধ্যমিকে অকৃতকার্য। সম্প্রতি বড় ও মেজো মেয়ের বিয়ে ঠিক করেছিল তাদের পরিবার। কিন্তু বিয়েতে সম্মতি না থাকায় ছোট বোনকে সাথে নিয়ে কন্যাশ্রীর টাকার উপরেই ভরসা করে মুম্বাই পাড়ি দেয় তারা। ২২ তারিখ রাত্রে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাসে করে আসানসোল তারপর সেখান থেকে ট্রেনে চেপে সোজা মুম্বাই। এরপর ফের মুম্বাই থেকে হাওড়ায় এসে দমদম স্টেশনে যায় তারা। রবিবার সেখান থেকেই তাদের উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে দুই নাবালিকাকে সোমবার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। দুই নাবালিকাকে আসানসোল জুভিনাল আদালত ও বড় বোনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। নাবালিকাদের যাতে ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া না হয় সে বিষয়ে একটি মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে তাদের বাবাকে দিয়ে এরপর তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।