*ED,CBI যত ধরবে আমাদের ততই জয়ের জোয়ার বাড়বে আমাদের, কার্নিভালের উদ্বোধনে এসে ED ও CBI কে একযোগে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন বিজেপির চমকাই দলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কামারহাটির বিধায়ক মদন মিত্র দুর্গাপুরে দুর্গাপুজোর কার্নিভালের উদ্বোধন করেন আমার হৃদয়ে জনতা আর নয়নে মমতা এই গান দিয়েই। বিকেল চারটেই শুরু হয় কার্নিভাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্রের পাশাপাসি মন্ত্রী মলয় ঘটক, পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ শত্রুঘ্ন সিনহা, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনিক আধিকারিকরা। যদি মন্ত্রীদের এবং বিধায়ক মদন মিত্রকে জনসংযোগ করতে দেখা যায় দর্শকদের সাথে। হাজার হাজার দর্শকদের উপস্থিতি ছিল। বিভিন্ন অনুষ্ঠান চলে কার্নিভালে। বিজয়া দশমীর বিষাদের সুর কোথাও যেন মুছে গেল রঙ্গিন কার্নিভালের মধ্যে।