ফের স্থানীয়দের বাধার মুখে ডিএসপি কর্তৃপক্ষ। পাঁচিল দিতে এসে স্থানীয়দের বাধার মুখে পড়ে ফিরে গেলেন তারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায়। জানা যায়, কারখানা সম্প্রসারণের জন্য বৃহস্পতিবার থেকেই পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। বড় গর্ত করে শুরু হয়ে যায় কাজ। শুক্রবার ফের কাজ শুরু হলে গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। প্রবল বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হন ডিএসপি আধিকারিকেরা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন। কারখানার জন্য তারা অনেকেই জমিও দিয়েছেন। তাই তাদের কোনভাবেই উচ্ছেদ করা যাবে না।