‘ছৌ রূপিণী জগতজননী মা দুর্গা’ বুদ্ধবিহার সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবছরের থিম। পুরুলিয়ার বিখ্যাত শিল্পের আদলে গড়ে তোলা হয়েছে মন্ডপ থেকে প্রতিমা। মহাচতুর্থীর সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল এবছরের বুদ্ধবিহার সার্বজনীনের দুর্গাপুজো। রুখা শুখা পুরুলিয়ার ঐতিহ্যমন্ডিত এই শিল্পের শিল্পীদের মুখোশে আড়ালে তাদের মুখ দেখা হয় না কারও, জানা হয় না তাদের মনের কথাও। এটি এক ধরনের মুখোশ নৃত্য। ভারতীয় দেব-দেবী, দৈত্য-রাক্ষস, নর-বানর চরিত্রগুলির মত মুখোশ পরে এই নাচ করা হয়। তবে শুধুমাত্র মুখোশ পরলেই এর শেষ নয়, অত্যাধিক শারীরিক কসরতের মধ্য দিয়েই এই নৃত্যে করতে হয় শিল্পীদের। বিশ্বের দরবারেও নজির স্থাপন করা এই ছৌ শিল্পীদের কুর্নিশ জানিয়েছে বুদ্ধ বিহার সার্বজনীন।