পুজোর আগেই সুখবর। সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে এল সরকার। ৪ শতাংশ বাড়ছে ডিএ। সরকারী কর্মচারীরা ১লা জুলাই ২০২৩ থেকে বর্ধিত ডিএ-র সুবিধা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, যা এবার বেড়ে হবে ৪৬ শতাংশ। দিওয়ালির আগে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। ডিএ বৃদ্ধির জন্য কয়েক মাস ধরে যে বিক্ষোভ চলছিল তা এবারে শেষ। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ডিএ এবং ডিআর ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা করেনি সরকার।