দুর্গাপুর পুজোর এই শুভ মুহূর্তে বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটালেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বই নয় এক সমাজসেবী মানবদরদী বিধায়ক তথা জেলা সভাপতিকে পেয়েছে পশ্চিম বর্ধমান জেলা। এদিন তিনি বিশেষভাবে সক্ষম শিশুদের হাতে তুলে দিলেন পুজোর নতুন জামা এবং একইসাথে আর পাঁচজনের মতো মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করাবেন তাদের বলে প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার ঝাঁঝরায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন কেকেএসসি বা কয়লা খাদান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ঝাঁঝরা এরিয়ার জিএম রমেশ চন্দ্র মহাপাত্র সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে বিধায়ক বলেন বিশেষভাবে সক্ষম এই শিশুরা আর পাঁচ জনের থেকে কোন অংশে কম নয়। আগামী দিনের সব সময় তাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি।