পুজোর মুখে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শহরে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ব্যবসায়ীরা। পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারি সংলগ্ন কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, বুধবার সকালে এক দোকান মালিক দোকান খুলতে এসে দেখেন তার অ্যাসবেস্টাসের ছাদ ভাঙ্গা। দোকানের ভিতরে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ক্যাশ বাক্স থেকে সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। তবে শুধু একটি দোকান নয় পরপর বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে এদিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ। এর আগেও একাধিকবার এই এলাকায় চুরির ঘটনা ঘটেছে এবার পুজোর আগে এই ঘটনায় আতঙ্কে ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষজনেরা। পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।